ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশের তৈরী পোশাকের প্রতি বিদেশী ক্রেতাদের বিপুল সাড়া  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ২৫ আগস্ট ২০১৮

বাংলাদেশের তৈরী পোশাক শিল্প খাতে বিদেশী ক্রেতারা বিপুল সাড়া দিয়েছে। সম্প্রতি কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত একটি মেলায় অংশ গ্রহণকালে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের ব্যাপারে বিদেশী ক্রেতারা এ সাড়া দেন।

এ্যাপারেল টেক্সটাইল সোর্সিং কানাডা (এটিএসসি) শীর্ষক তিন দিনব্যাপী এ মেলায় বাংলদেশের মোট ১৭টি তৈরি পোশাক শিল্প কারখানা অংশ নেয়।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দিক-নির্দেশনায় কানাডার টরেন্টো আন্তর্জাতিক কেন্দ্রে গত ২০ থেকে ২২ আগষ্ট এ মেলা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও কানাডায় বাংলাদেশের হাইকমিশনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহৎ এ ফ্যাশন মেলায় তৈরি পোশাক শিল্প এবং পাটজাত পণ্য প্রদর্শিত হয়।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান,কমার্শিয়াল কাউন্সিলর শেখ মাহমুদ,বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুক শিকদার,ইপিবি’র পরিচালক অনুপ কুমার শাহ এবং সংশ্লিষ্টরা মেলা চলাকালিন সেমিনার ও আলোচনায় অংশ গ্রহণ করেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩০ টি দেশেন ৫শ’র বেশী রপ্তানিকারক প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করে।

এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি